কার্টুন নেটওয়ার্ক কিংবা পোগো বর্তমানে এই দুই চ্যানেলে
সর্বাধিক বেশি কার্টুন দেখে বাংলাদেশের শিশু কিশোররা। পোকেমন, ডোরেমন, বেন-টেন
কার্টুনগুলো আলোচনার পাশাপাশি সমালোচনার শিকার। অথচ ৯০ এর দশকের শিশুদের
কার্টুনগুলো শুধুমাত্র শিশু-কিশোর নয়, বড়দের মাঝেও ব্যাপক পরিচিত ছিল। একটি
কার্টুন ছিল অপরটির থেকে ভিন্ন। বর্তমানে সারাদিন কার্টুন দেখার জন্য হয়তো মা-বাবা
বকা দেন, কিন্তু ৯০ এর দশকে কার্টুন দেখার সময়টুকু একমাত্র টেলিভিশনটি পরিবারের
সবচেয়ে ছোট সদস্যের জন্য বরাদ্দ ছিল।
গডজিলাঃ
মঙ্গলবারটি প্রকৃতপক্ষে মঙ্গলবার হয়ে উঠত না যতক্ষণ
পর্যন্ত গডজিলা না দেখা হয়ে উঠত। দুপুরের আগেই অপেক্ষা বাড়ত গডজিলার জন্য। কল্পনার
ডাইনোসরের চোখের সামনে জীবন্ত হয়ে বিভিন্ন অসাধ্য সাধন করাটা দেখতে পাওয়া যেত এই
কার্টুনটিতেই। পরবর্তীতে জাপানিজ স্টুডিও গডজিলা নিয়ে সিনেমা তৈরি করলেও ৯০ দশকের
সেই গডজিলার আবেদন এখনও শেষ হয়ে যায়নি।
জুমানজি:
বুধবার ছিল অ্যালেন, পিটার, জুডির সাথে সময় কাটানোর।
হলিউডের নির্মিত সিনেমা জুমানির চাইতে কার্টুন জুমানজির আবেদন কোন অংশে কম ছিল না।
পাশাপাশি এই কার্টুনের ভিলেনগুলো ছিল মনে রাখার মত। প্রফেসর ইবসেন, ট্রেডার সিল্ক,
ভান পেল্টদের কাজই ছিল অ্যালেন, পিটার, জুডিকে বিপদে ফেলা। কার্টুনের শেষ পর্বে
অ্যালেন তার শেষ ক্লুটি সমাধান করে বাড়ি
ফিরে যায়। এরপর আর কখনও অ্যালেন, পিটার, জুডির একসাথে জুমানজি বোর্ডের উপর দুইটি
ছক্কা নিক্ষেপ করা হয়নি।
উডি উড পেকার:
মিকি মাউস, বাগস বানি,
টম অ্যান্ড জেরির মত অতটা জনপ্রিয় না হলেও উডি উড পেকারের জন্য আলাদা জায়গা
রয়েছে কার্টুনপ্রেমী শিশু-কিশোরদের মধ্যে। উডি উড পেকারের হাসি এখনও জনপ্রিয়
শিশুদের মাঝে। সোমবারের আলাদা মজাই ছিল বিটিভির এই কাঠ-ঠোকরার ঠোকাঠোকি।
ক্যাপ্টেন প্ল্যানেট:
“Captain planet, he is the hero take pollution down to zero”
আপনাকে মেনে নিতে হবেই, যখনই আপনি ক্যাপ্টেন প্ল্যানেট এর
কথা মনে করবেন তখন আপনার কানের মধ্যে উপরের গানটি বাজতে থাকবে। আগুন, পানি, মাটি,
বাতাস, হৃদয় এই পঞ্চশক্তির অপূর্ব সমন্বয়ে তৈরি হত হিরোদের সাথে নিত্য ওঠা বসা
তবুও ৯০ দশকের শিশু কিশোরদের জন্য একটাই সুপার হিরো ছিল যার নাম ক্যাপ্টেন
প্ল্যানেট। তখনকার সময়েই পরিবেশ নিয়ে চিন্তা করা,
পরিবেশ বাঁচানোর জন্য ক্যাপ্টেন প্ল্যানেট এর উদ্যোগগুলো আমাদের ক্যাপ্টেন
প্ল্যানেট। যদিও মারভেল বা ডিসি কমিকসের সুপারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান সহ
অন্যান্য সুপার ভবিষ্যৎ পরিবেশবাদী হতে শিখিয়েছে।
মীনা:
যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার
দেখা সবচেয়ে জনপ্রিয় বাংলা কার্টুন কোনটি, আপনার উত্তর নিঃসন্দেহে মীনার দিকেই
যাবে। ইউনিসেফের অর্থায়নে তৈরি করা এই কার্টুনটি শুধু বাংলাদেশেই নয় দক্ষিন এশিয়ার
কয়েকটি দেশে অনেক জনপ্রিয়। বিনোদনের পাশাপাশি বিভিন্ন জনসচেতনতা, নারীশিক্ষা, স্বাস্থ্যসচেতনামুলক তথ্য আমরা পেয়েছি মীনাতে। যা
বর্তমান কার্টুনগুলোতে অনুপস্থিত।
ছোটবেলার সেই কার্টুনগুলো নতুন কার্টুনের ভিড়ে হারিয়ে
গেলেও, ৯০ দশকের শিশু-কিশোরদের মধ্যে এখনও সেই স্মৃতি অমলিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন