বইয়ের ফাঁকে লুকিয়ে কমিকস পড়া ছিল ৯০ দশকের শিশু-কিশোরদের জন্য একটি রোমাঞ্চকর বিষয়। যার অধিকাংশই ছিল ভারতীয় কমিকসের বাংলা অনুবাদ। স্কুল ফাঁকি দিয়ে নীলক্ষেত থেকে কম দামে কেনা ডায়মন্ড কমিকসগুলো হয়ে উঠত ডায়মন্ডের মতই অমূল্য। বন্ধুদের সাথে শেয়ার করে পড়া হত ভারতীয় কার্টুনিস্ট প্রান কুমার শর্মার তৈরি করা চাচা চৌধুরী, বিল্লু, পিংকি, রমণ ও শ্রীমতিজীর কীর্তিকলাপ। এর বাহিরে জনপ্রিয় ছিল অগ্নিপুত্র অভয়, লম্বু মোটু, হী-ম্যন এর কমিকস।
চাচা চৌধুরী:
কম্পিউটারের চেয়ে প্রখর মগজের অধিকারী ছিলেন চাচা চৌধুরী। তার লাল পাগড়ীর আর সাদা গোঁফ ৯০ দশকের শিশু-কিশোরদের মনে থাকবে বহুদিন। তার যোগ্য সঙ্গী ছিল জুপিটার অধিবাসী শক্তিশালী সাবু। বুদ্ধি ও শক্তির অপূর্ব এ সমন্বয় আমাদের মোহাবিষ্ট করে রাখত অনেকটা সময়। জনপ্রিয় ছিল চাচা চৌধুরীর পোষা কুকুর ও গাড়ি ডগডগ। আর তাদের প্রধান শত্রু অমর রাকার নতুন কমিকসের অপেক্ষায় কাটত তখনকার দিনগুলো।
কম্পিউটারের চেয়ে প্রখর মগজের অধিকারী ছিলেন চাচা চৌধুরী। তার লাল পাগড়ীর আর সাদা গোঁফ ৯০ দশকের শিশু-কিশোরদের মনে থাকবে বহুদিন। তার যোগ্য সঙ্গী ছিল জুপিটার অধিবাসী শক্তিশালী সাবু। বুদ্ধি ও শক্তির অপূর্ব এ সমন্বয় আমাদের মোহাবিষ্ট করে রাখত অনেকটা সময়। জনপ্রিয় ছিল চাচা চৌধুরীর পোষা কুকুর ও গাড়ি ডগডগ। আর তাদের প্রধান শত্রু অমর রাকার নতুন কমিকসের অপেক্ষায় কাটত তখনকার দিনগুলো।
বিল্লু:
কিশোর হিরো হিসেবে পরিচিত ছিল বিল্লু। তার প্রধান সঙ্গী, শত্রু ছিল বজরংগী। বিল্লু আর বজরংগীর কাণ্ড-কারখানা মাতিয়ে রাখত শিশু কিশোরদের। বিল্লুকে এমনভাবে তৈরি করা হয়েছিল এ যেন প্রান কমিকস পরিবারের বড় ছেলে।
কিশোর হিরো হিসেবে পরিচিত ছিল বিল্লু। তার প্রধান সঙ্গী, শত্রু ছিল বজরংগী। বিল্লু আর বজরংগীর কাণ্ড-কারখানা মাতিয়ে রাখত শিশু কিশোরদের। বিল্লুকে এমনভাবে তৈরি করা হয়েছিল এ যেন প্রান কমিকস পরিবারের বড় ছেলে।
পিংকিঃ
বিল্লু যদি পরিবারের বড় ছেলে হয় তাহলে পিংকি প্রান পরিবারে ছোট মেয়ে। ৯০ দশকের মেয়ে শিশুদের মধ্যে জনপ্রিয় কমিকস চরিত্র ছিল পিংকি। তার মাথার ব্যান্ড ও চুলের স্টাইল অনেক শিশুদের জন্য আদর্শ ছিল। জনপ্রিয় ছিল তার পোষা কাটবিড়ালী কুটকুট।
বিল্লু যদি পরিবারের বড় ছেলে হয় তাহলে পিংকি প্রান পরিবারে ছোট মেয়ে। ৯০ দশকের মেয়ে শিশুদের মধ্যে জনপ্রিয় কমিকস চরিত্র ছিল পিংকি। তার মাথার ব্যান্ড ও চুলের স্টাইল অনেক শিশুদের জন্য আদর্শ ছিল। জনপ্রিয় ছিল তার পোষা কাটবিড়ালী কুটকুট।
রমণ:
এক ছাপোষা ভদ্রলোকের গল্প পাওয়া যায় রমণ নামক কমিকসে। সেই ছাপোষা লোকের বিভিন্ন মজাদার কাহিনী, ইচ্ছাকে ঘিরেই এগিয়ে যায় কমিকসের কাহিনী।
এক ছাপোষা ভদ্রলোকের গল্প পাওয়া যায় রমণ নামক কমিকসে। সেই ছাপোষা লোকের বিভিন্ন মজাদার কাহিনী, ইচ্ছাকে ঘিরেই এগিয়ে যায় কমিকসের কাহিনী।
শ্রীমতিজী:
প্রান কুমার শর্মা
তার ক্যারিয়ার শুরু করেছিলেন এই শ্রীমতিজীর চরিত্রটি দিয়েই। একটি পত্রিকায় নিয়মিত
বের হত শ্রীমতিজী। পরবর্তীতে সেটি কমিকসে পরিণত করা হয়। এটি রমণের ঠিক উল্টো। একজন
ছাপোষা রমণীর ঘর-বাহিরের মজাদার গল্প থাকত শ্রীমতিজীতে।
হী-ম্যান:
বাজারে প্রচলিত কমিকসের তুলনায় একটু ছোট এবং দামে কম ছিল হী-ম্যানের কমিকস। কিন্তু এর চাহিদা ছিল আকাশচুম্বী। ভারতবর্ষের বাইরের কমিকসের সাথে প্রথম পরিচিতি এই হী-ম্যান দিয়েই। টিভির প্রথম সুপার হিরো যদি সুপারম্যান হয় তাহলে কমিকসের প্রথম হিরো হি-ম্যান। যথেষ্ট জনপ্রিয় ছিল হী-ম্যানের তলোয়ার। আর হী-ম্যানের প্রধান শত্রু স্কেলিটরের সাথে যুদ্ধ পড়তে পড়তে ভুলে যেতাম টেক্সট বইয়ের কথা।
বাজারে প্রচলিত কমিকসের তুলনায় একটু ছোট এবং দামে কম ছিল হী-ম্যানের কমিকস। কিন্তু এর চাহিদা ছিল আকাশচুম্বী। ভারতবর্ষের বাইরের কমিকসের সাথে প্রথম পরিচিতি এই হী-ম্যান দিয়েই। টিভির প্রথম সুপার হিরো যদি সুপারম্যান হয় তাহলে কমিকসের প্রথম হিরো হি-ম্যান। যথেষ্ট জনপ্রিয় ছিল হী-ম্যানের তলোয়ার। আর হী-ম্যানের প্রধান শত্রু স্কেলিটরের সাথে যুদ্ধ পড়তে পড়তে ভুলে যেতাম টেক্সট বইয়ের কথা।
ফ্যান্টম , ডায়নামাইট , চান্নি চাচি!!
উত্তরমুছুনপাঠ্য বইয়ের ফাঁকে লুকানো বই গুলো।
নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা , বাঁটুল দ্য গ্রেট ' বাদ দিলেন যে ?